ফেনী পাউবোর অনিয়ম তদন্তে দুদকের অভিযান

Feni-pani-NM24.jpg

ফেনী প্রতিনিধি ।।

ফেনী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ আগস্ট বুধবার সকাল থেকে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান শুরু করে।

অভিযানে নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। তারা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প, আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দীর্ঘদিন ধরে ভাঙন দেখা দিলেও তা স্থায়ীভাবে মেরামতের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে প্রতি বছর বন্যায় চরম দুর্ভোগে পড়তে হয় ফেনীর হাজারো মানুষকে। গত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় প্রাণ হারান ২৯ জন। ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা, সড়ক, পরিবহন, আবাসন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় প্রতিটি খাত। প্রাথমিক হিসাবে, ওই বন্যায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় শত কোটি টাকায়। চলতি বছরও দুই দফা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, আর এতে প্রায় ২৩৮ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের কারণেই প্রতিবছর এই দুর্ভোগ বাড়ছে। সর্বশেষ গত ২৩ জুলাই ফেনীর নাগরিক সমাজ ফেনী পাউবো অভিমুখে পদযাত্রা করে বিভিন্ন দাবি তুলে ধরে।

দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান জানান, “বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। সকালে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে। এরপর আমরা পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শনে রওনা হয়েছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top