কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় সাহাব উদ্দিন (৫০) নামে বিএনপির এক নেতাকে গলাকেটে হত্যাচেষ্টা করেছে একই এলাকার যুবদলের কর্মীরা। তাকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হত্যাচেষ্টার প্রতিবাদে কোম্পানীগঞ্জ বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল এবং হত্যাচেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলন করছেন বিএনপি নেতা ও নোয়াখালী ৫ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রভাবশলী নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন হামলা চালিয়ে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে ক্ষুর (ধারালো ছুরি) দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় বাঁচাতে গেলে তার প্রবাসী ভাই বেলাল হোসেনকেও (৩৭) আহত করে।
পরে স্থানীয় লোকজন আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠায়। তবে বিএনপি নেতা সাহাব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সাহাব উদ্দিনের উপর হামলাকারীরা চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আবদুল মতিন তোতার ছেলে ও তাদের বন্ধু। গত বছরের ৩০ আগস্ট বিএনপির দলীয় কোন্দলে এক সন্ত্রাসী হামলায় হামলাকারীদের পিতা চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা নিহত হন। ভুক্তভোগী সাহাব উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিন নিয়ে এলাকায় আসেন।
এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ১৭ আগস্ট রবিবার সন্ধ্যায় বসুরহাটে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফখরুল ইসলাম।
সংবাদিক সম্মেলনে মোহাম্ম ফখরুল ইসলাম বলেন, বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের ছত্রছায়ায় চরএলাহীর তোতা চেয়ারম্যানের ছেলেরা চাঁদাবাজি করে আসছে। এসবের প্রতিবাদ করায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে তারা হত্যা চেষ্টা করেছে। অবিলম্বে অভিযুক্ত এ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান মোহাম্ম ফখরুল ইসলাম।
এই হত্যা চেষ্টার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ দায়ী ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।