নোয়াখালী প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবে নোয়াখালী-৪ আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দুই ইউনিয়নের বাসিন্দারা।
৬ আগস্ট বুধবার সোনাপুর-কবিরহাট সড়কে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ জনগণ সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। এ সময় হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
পরে নেয়াজপুর ইউনিয়নের বাসিন্দারা জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে আশ্বস্ত করে যে তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাসের পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সমাবেশে বক্তারা জানান, সদর উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে আগের নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন: সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলো, জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা জাস্টিস ফর জুলাইয়ের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অশ্বদিয়া নাগরিক ফোরামের আহ্বায়ক গোলাম মোস্তফা সেলিম, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মাহমুদ তানসেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সায়েম, অশ্বদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন রিয়েল, নোয়াখালী শহর জামায়াত নেতা সাইফুল ইসলাম প্রমুখ।