চরমোনাই মোনাফেক, এনসিপি চাঁদাবাজ ও জামায়াত লুঙ্গির নিচে আশ্রিত দল : মাহাবুব আলমগীর আলো

alo-bnp.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

চরমোনাই পীর মুনাফেক, এনসিপি চাঁদাবাজ ও জামায়াত বিএনপির লুঙ্গির নিচে আশ্রিত দল বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো। ২১ জুলাই সোমবার বিকালে জেলা শ্রমিক দলের মিছিল শেষে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি চরমোনাইকে উদ্দেশ্যে করে বলেন, আপনি একেকবার একেক দলের সঙ্গে অবস্থান করেন। আপনি এক সময় বলেছিলেন বাংলাদেশে সব দলের সঙ্গে যাওয়া যাবে, জামায়াতের সঙ্গে আর যাওয়া যাবে না। অথচ এখন এখন জামায়াতের পক্ষে কথা বলেন। পীরের ব্যবসা বেশিদিন চলবে না বলে তিনি সবুজ পাগড়ি মাথায় দেওয়া লোকদের আর চাঁদা দেবেন না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শ্রমিকদলের সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিমসহ অঙ্গ সংগঠনের নেতারা।

মাহাবুব আলামগীর চরমোনাইকে উদ্দেশ্য করে বলেন, বরিশালে মেয়র ইলেকশন করে আপনি বেইজ্জতি ও আহত হয়েছেন। আপনার লজ্জা লাগে না আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন। বিএনপিকে চাঁদাবাজ বলেন, তারেক রহমান নিয়ে কথা বলেন। একবার একেক ডালে আপনি অবস্থান করেন। আপনি মুনাফেক। সবচেয়ে বড় মুনাফেক। আপনি একজন লোভী মানুষ।

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, আরেকটা দল দীর্ঘদিন আমাদের কাপড়ের তলে ছিল। এখন আর আমাদের ভালো লাগে না। আপনারা পিআর পদ্ধতিতে ক্ষমতায় যেতে চান।

তিনি পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, বেশি লাফালাফি করবেন না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। বিএনপি বড় দল। যখন ভোট হবে ভোট গুণেও শেষ করতে পারবেন না। কারণ, বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসেন।

তিনি বলেন, বিএনপি একটি মধ্যপন্থার দল। এটি একটি আদর্শিক দল। এখানে উগ্রতার স্থান নেই। যারা সন্ত্রাস নৈরাজ্য করে তারা বিএনপি করতে পারে না।

মাহাবুব আলমগীর আলো বলেন, কিছু কিছু ইসলামী দল আজ নতুন করে বের হয়েছে বিএনপিকে ইসলাম শেখানোর জন্য। তিনি ইসলাম কারো নিজস্ব সম্পত্তি নয় বলে বলেন, এদেশের যারা প্রকৃত মুসলমান তারা জিয়াউর রহমানকে ভালোবাসে। সারা পৃথিবীতে ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে চেষ্টা করেছেন। বিএনপির চেয়ে সবচেয়েও বড় কেউ ইসলামী মূল্যবোধের দল এদেশে কেউ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top