সম্মেলন নারী উদোক্তারা। ছবি : সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক ।।
নারী উদ্যোক্তা বাংলাদেশ ফাউন্ডেশন (ওয়েব ফাউন্ডেশন) ২০ জুলাই রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজন করে নারী উদ্যোক্তা সম্মেলন ও মিলনমেলার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে এ আয়োজন। নারী উদ্যোক্তাদের উৎসাহ দেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নারী উদোক্তাদের এই সম্মেলন। ২০ জুলাই রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত সেখানে একত্র হন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী উদ্যোক্তারা। আড্ডা-গল্পে মেতে ওঠেন তারা। ভাগাভাগি করেন নিজেদের ব্যবসার অভিজ্ঞতা।
দুই পর্বে অনুষ্ঠিত হয় নারী উদ্যোক্তাদেষ এ আয়োজন। প্রথম পর্ব উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিথি ডটকমের ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন সাইফুল ইসলাম। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রূপা আহমেদ।
রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এ আয়োজনের আহ্বায়ক ছিলেন রাইয়ান ভ্যারাইটিস কালেকশনের স্বত্বাধিকারী ফাহিমা সুলতানা পারভিন। অনুষ্ঠানে বিপিইসি এ ইডিএফ গ্রুপের শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন।
জমজমাট এ আয়োজনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন নারী উদ্যোক্তা ও অতিথিরা । ব্যবসা করতে গিয়ে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও কথা বলেন তারা।
নারী উদ্যোক্তা ও ফেসবুক পেজ ‘এক্সপেক্ট্রা’র স্বত্বাধিকারী পলি আক্তার নিজের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে বলেন, একজন নারী উদ্যোক্তা একাধিক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও দেখাতে পারেন সফলতার পথ। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন, গান-নাচ ও কবিতা পরিবেশনা।