আলোকচিত্রী শহিদুল আলম
মেইল অনলাইন ডেস্ক ।।
সাহসী সাংবাদিকতার জন্য বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ২০২০ এ ভূষিত করা হয়েছে। শহিদুলের সঙ্গে ইরান, নাইজেরিয়া ও রাশিয়ার তিন সাংবাদিককও এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এই চার জনের নাম ঘোষণা করে। পুরস্কারপ্রাপ্ত অন্য তিনজন হলেন- ইরানের মোহাম্মদ মোসায়েদ, নাইজেরিয়ার দাপো ওলোরুনিওমি এবং রাশিয়ার স্ভেৎলানা প্রোকোপেভা। সিপিজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবেদন প্রকাশের জন্য এই চার জনই গ্রেপ্তার হয়েছেন কিংবা ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয়েছে।
পুরস্কারের জন্য নাম ঘোষণার পর শহিদুল আলম জানান, সিপিজের এই পুরস্কার শুধু আমার নয়, যারাই অন্যায়ের প্রতিবাদ করেছেন এই পুরস্কার তাদের সবার।
তিনি বলেন, সিপিজে পৃথিবীর বিভিন্ন দেশে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের পুরস্কৃত করে, এটি অত্যন্ত আনন্দের। কিন্তু যুক্তরাষ্ট্র জুলিয়ান আসাঞ্জকে যখন নিপীড়ন করে আর সিপিজে তার প্রতিবাদ করে না, তখন সেটি মনে কষ্ট দেয়, খারাপ লাগে।