আইডিআরএ’র চেয়ারম্যান হলেন বৃহত্তর নোয়াখালীর কৃতি’সন্তান ড. এম মোশাররফ হোসেন

-মোশাররফ.jpg

নগর প্রতিনিধি ।।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হলেন ড. এম মোশাররফ হোসেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। গত রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এর আগে সাবেক সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী সংস্থাটির চেয়ারম্যান ছিলেন।

২৩ আগস্ট তৎকালীন চেয়ারম্যানের মেয়াদ শেষ হলে ২৬ আগস্ট থেকে ড. মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১৮ সালের ৪ মে তিনি আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পান। কর্মজীবনে তিনি একাধিক লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ড. এম মোশাররফ হোসেন বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের কৃতি’সন্তান । একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেন এম মোশাররফ। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বীমা বিষয়ে এমবিএ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top