নগর প্রতিবেদক ।।
জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহবায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুর, চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল ও আওয়ামী ওলামা লীগের স্বঘোষিত নেতাদের ধর্ষকদের বাঁচাতে ধর্ষণের দায় ধর্ষিতা নারীর উপর চাপাতে ধর্ষণের স্বীকার নারীকে চরিত্রহীনা হিসাবে আখ্যায়িত করা এবং নারীর পোশাক নিয়ে চরম অসভ্য বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ধর্ষণের দায় যারা ধর্ষণের স্বীকার নারীর উপর চাপায় তারা শুধু ধর্ষকদের পক্ষে সাফাই গায় না, তারা নিজেদের মধ্যেও ধর্ষকাম লালন করে। নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা বলেন, ‘তেঁতুল তত্ত্ব’ লালনকারী নুর, অনন্ত জলিল, ওলামা লীগের স্বঘোষিত নেতাদের মত ধর্ষকামীদের সামাজিকভাবে প্রতিরোধ ও বর্জন করতে হবে।