নোয়াখালী মেল ডেস্ক।।
*কাঁচা হলুদ বাটা, দুধ, গোলাপ ফুলের পাপড়ি বাটা, চন্দন বাটা ও কয়েক ফোঁটা পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পর স্বভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
*মসুর ডাল বাটা, মুলতানি মাটি, গোলাপ জল, পাতিলেবুর খোসা বাটা, কয়েক ফোঁটা মধু ও নিমপাতা বাটা একসঙ্গে পেষ্ট তৈরী করে মুখ-গলায় লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
*মুলতানি মাটি, টক দই, গোলাপ জল ও টমেটোর রস একসঙ্গে পেষ্টতৈরী করে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যেটিই ব্যবহার করুন প্রতিদিন করুন নিয়মিত করুন। তারপর দেখুন ত্বকের উজ্জ্বলতা !!!
আমাদের দেয়া তথ্য আপনাদের উপকারে লাগলেই আমাদের কষ্ট স্বার্থক| লেখাটি আপনার হোম পেইজে নিশ্চিত করুন। আমাের ফেইসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থকুন।