বিআরটিএ’র শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স মিলবে অনলাইনে

image-132298-1600245916bdjournal.jpg

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এসময় অনলাইনে মিলবে বিআরটিএ’র শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। গত বুধবার বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ পালন সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।

সেবা সপ্তাহে যে বিশেষ সেবাসমূহ দেওয়া হবে, সেবা সপ্তাহ চলাকালে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে বলে জানানো হয়।

এদিকে, বিআরটিএ’র এসব বিশেষ সেবাসমূহ গ্রাহকরা নিতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সকল সার্কেল অফিসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top