সৌরভকে প্রথম আউট করেছিলো বাংলাদেশি যে বোলার?

sAwRAB.jpg

স্পোর্টস ডেস্ক ।।

ক্রিকেটে ব্যাটসম্যানদের দুঃসহ স্মৃতি মূলত একটাই। তা হচ্ছে আউট হয়ে সাজঘরে ফেরা। ক্যারিয়ারে প্রতিটি ম্যাচে কোন কোন বোলারের কাছে ধরাশায়ী হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তার হিসাব ভুলে যেতে চান ব্যাটসম্যান। তবে প্রথম কোনো দেশের বিপক্ষে খেলতে গিয়ে প্রথম আউট হওয়ার স্মৃতিকে ভুলেন না অনেক ব্যাটসম্যানই। মনে রাখেন সেই বোলারের নাম।

সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে বাংলাদেশে কবে প্রথম সফর করেছিলেন ভারত দলের সফল সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী? সেই সফরে  বাংলাদেশি যে বোলারের বলে আউট হয়েছিলেন? সেই বোলারের নাম কি মনে রেখেছেন সৌরভ?

রের্কডের পাতা ঘাটলে যা বেরিয়ে আসে, সৌরভ প্রথম বাংলাদেশ সফরে এসেছিলেন তার আন্তর্জাতিক অভিষেকের তিন বছর আগে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়ে। সেটি ছিল ১৯৮৯ সালের কথা। এশীয় যুব ক্রিকেটে খেলতে প্রথম বাংলাদেশে এসেছিলেন সৌরভ। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ময়মনসিংহে প্রথম ব্যাট হাতে নিয়ে নিয়েছিলেন। আর তাকে সেদিন আউট করেছিলেন সেলিম শাহেদ নামে এক অফ স্পিনার।

সেবার সেই এশীয় যুব ক্রিকেটে নিজ নিজ দেশের হয়ে বাংলাদেশে খেলতে এসেছিলেন মঈন খান, বিনোদ কাম্বলী, অজয় জাদেজা, মারভান আতাপাত্তু, কুমার ধর্মসেনা। বাংলাদেশের পক্ষে খেলেছিলেন হাবিবুল বাশার, আমিনুল ইসলাম বুলবুল, জাভেদ ওমরের মতো খেলোয়াড়েরা।

সৌরভ বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ময়মনসিংহে ম্যাচে সেলিম শাহেদের অফ স্পিনে স্টাম্পড হয়েছিলেন সৌরভ। উইকেট কিপিংয়ের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। আউট হওয়ার আগে ৩৩ রান করেছিলেন সৌরভ। যা ছিল ওই টুর্নামেন্টে সৌরভের সর্বোচ্চ সংগ্রহ।

সৌরভ গাঙ্গুলী বামে, বাংলাদেশি অফ স্পিনার সেলিম শাহেদ (ডানে)

তবে আর্ন্তজাতিক ক্রিকেটে সৌরভকে প্রথম আউট করা বাংলাদেশি বোলারের নাম পেসার শফিউদ্দিন আহমেদ।

১৯৯৮ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্স কাপে সৌরভকে ১১ রানে ফিরিয়েছিলেন পেসার শফিউদ্দিন। তার বলে কট বিহাইন্ড হন খালেদ মাসুদের হাতে।

আর টেস্টে সৌরভকে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আউট করেছিলেন নাঈমুর রহমান। বাংলাদেশের টেস্ট অভিষেকে অনবদ্য এক ইনিংস খেলেছিলেন সৌরভ। ৮৫ রানের মাথায় নাঈমুরের বলে আল শাহরিয়ারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top