নোয়াখালী প্রতিনিধি ।।
দীর্ঘ এক যুগ পর নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন প্রত্যক্ষ ভোটে সম্পন্ন হয়েছে। গত ৬ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে চার বছর মেয়াদি জেলা ক্রীড়া সংস্থার এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জাবেদ-পিন্টু সম্মিলিত পরিষদের সকলে বিজয়ী হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি পদে মো. মাহমুদুর রহমান জাবেদ, মো. ইসমাইল, আহসান উল্যা হুমায়ুন, সামছুল হাসান মীরন, যুগ্ম সম্পাদক পদে বাসক কান্তি সরকার, একেএম শাহজাহান হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মহিউদ্দিন টুকন নির্বাচিত হন।
এ ছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াদুদ পিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিক উল্যাহ আক্তার মিলন ও সংরক্ষিত চারটি সদস্যপদ সজল রক্ষিত, মো. দিদারুল আলম, নিলুফা মমিন ও সাবরিনা মাহজাবিন জয়ন্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়াও ১৪ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন। তারা হলেন নাজমুস সাকিব পারভেজ, সালেহ আহমেদ বাবুল, প্রতাপ ভট্ট, আবু তাহের, ইকবাল হোসেন, ইকবাল বাহার আজাদ, জহির উদ্দিন কিসমত, তাউছ মো. বেনী আমিন চৌধুরী, মো. শাহেদুল করিম কিরণ, বেলায়েত হোসেন রয়েল, মাহমুদ হোসেন, রেদোয়ানুল কবির, মো. আলা উদ্দিন ও মো. ওহিদ উল্যা।
চার বছর মেয়াদি জেলা ক্রীড়া সংস্থার এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া। জানা যায়, এর আগে ২ মেয়াদে সিলেকশনের মাধ্যমে কমিটি হয়েছে।