মেইল অনলাইন ডেস্ক
ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে। এবার সেই স্বার্থের সংঘাতের মতই বড় ধরনের এক অভিযোগ এসেছে ভারত দলের অধিনায়ক কোহলির বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে, বড়সড় শাস্তির মুখোমুখি হতে হবে তাকে। ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োগকৃত লোধা কমিশনের সুপারিশ অনুসারে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিভুক্ত কেউ অন্য কোনো লাভজনক সংস্থার সঙ্গে জড়িত থাকতে পারবেন না।
কিন্তু বিরাট কোহলি সে নিয়ম ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। বিসিসিআইয়ের এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে এ নিয়ে একটি অভিযোগপত্র দাখিল করেছেন সঞ্জীব।
সেখানে তিনি লিখেছেন, ‘বিরাট কোহলি একই সঙ্গে দুটি পোস্ট অধিকার করে রেখেছেন। যা বিসিসআইয়ের রুল ৩৮ (৪) এর সম্পূর্ণ বিপরীত। এই রুলটি অনুমোদন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পক্ষ থেকে এ অভিযোগ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।
তথ্যসূত্র: জি নিউজ