স্বর্ণের দোকানে ডাকাতি ও খুনের ঘটনায় ফেনীতে গ্রেফতার ২

Feni-Gold.jpg

ফেনী প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে চাঞ্চল্যকর অর্জুন স্বর্ণ শিল্পালয়ে দিন-দুপুরে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুই ডাকাতকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাবের একটি যৌথ দল। গত ৬ জানুয়ারি শুক্রবার রাতে পুলিশ তদের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেফতার করে সোনাগাজী থানায় নিয়ে আসে। এসময় ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আইনাল মাল (৩২) ও রাকিব মাল (২১)। উভয়ের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দক্ষিণ বেছকি গ্রামে। আইনাল মাল ইউছুপ মাল ও হনুপা বেগমের ছেলে। রাকিব মাল মৃত কুদ্দুছ মাল ও খায়রুন নেছার ছেলে।
পুলিশের একটি সূত্রে জানাযায়, আলোচিত এ হত্যাকাণ্ড ও স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনায় জড়িতদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি মু. খালেদ হোসেন বলেন, স্বর্ণ দোকান ডাকাতি ও অর্জুন ভাদুড়ি হত্যার ঘটনায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের সহসাই গ্রেফতার করা হবে।  র‌্যাব ৭ এর অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top