সেনবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী আহত

F-N-Highway-.jpg

মোঃ জাহাঙ্গীর আলম ।।

ফেনী নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামকস্থানে রেনাটা কোম্পানীর ঔষধ পরিবহন কাজে ব্যবহৃত একটি দ্রুত গতির পিকআপে ধাক্কায় অজ্ঞাত (৬০) নারী আহত হয়েছে। এসময় সজ্ঞাহীন অবস্থায় অজ্ঞাত ওই নারীকে সেনবাগ উপজেলা ৫০শয্যা সরকারি হাসপাতাল ভর্তি করানো হয়। কিন্তু তার জ্ঞান না থাকায় এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আজ ১৫ মে বিকলে ঘটনাটা ঘটে।

স্থানীয় লোকজন পিকআপ নং ঢাকা মেট্রো-ঠ ১৯-৮০৪৩ আটক করে এর চালক আলী আকবর ও সহকারী জূলিফারকে গণপিটুনি দিয়ে গাড়িটি ভাংচুর করে ও চালককে আটক করে রাখে। গণপিটুনির শিকার আলী আকবরের বাড়ি গাইবান্ধা জেলার হরিনারায়নপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সর্দার বাড়ির সোবহান সর্দারের ছেলে ও জুলফিকারের একইএলাকায় বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top