সানরাইজ ফাউন্ডেশনের বার্ষিক আনন্দ ভ্রমণ

sunrige-nm24-scaled.jpg

 ফেনী প্রতিনিধি ।।

ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও মানবসেবা সমাজ কল্যাণ অধিকারের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক, সদস্য ও পরিবার নিয়ে ৯ মার্চ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত ভ্রমন যাত্রা সকাল সাড়ে ০৭ টায় রওনা হয়ে বঙ্গবন্ধু টানেল হয়ে পারকির চর সমুদ্র সৈকত ও চট্টগ্রাম ডিসি পার্ক পরিদর্শনের মাধ্যমে ভ্রমন সমাপ্তি হয়।

সানরাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সার্বিক তত্বাবধানে ও মানবসেবা সংগঠক রবিউল আলম মিঠুর পরিচালনায় ভ্রমন সফল করতে বিভিন্ন ইভেন্টে দায়িত্বপালন করেন সানরাইজ ফাউন্ডেশন পরিচালক ও পরশুরাম উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সহকারি শিক্ষক মো: মোশাররফ হোসেন, দাগনভূঞা প্রেসক্লাব প্রশিক্ষন সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম (বাদল), সমমনা মডেল একাডেমির প্রধান শিক্ষক কৃষ্ণ ধন পাল, তরুণ সংঘ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক ইয়ছুফ মিয়াজী, কবি আমিন আফসারি, কাজী নজরুল হায়দার, মো: শামীম প্রমুখ।

যাত্রা পথে কুরআন তেলোয়াত, গজল, দেশত্ববোধক গান, ভ্রমন অভিজ্ঞতা, র্যাফল ড্র সহ সহ বিভিন্ন ইভেন্টে সদস্যরা অংশগ্রহণ করেন। সারাদিনের ভ্রমণ শেষে ৫০ জন সদস্য নিয়ে সন্ধ্যায় নিরাপদে গন্তব্য ফিরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top