লক্ষ্মীপুরের কলাকোপা মাদরাসার ম্যানেজিং কমিটি বাতিল ও শিক্ষক অপসারণের দাবীতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ramgoti-scaled.jpg

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মোঃ ইসমাইল,সাইফুদ্দিন, আবরারুল হক,আইয়ুব
আলী ও ফিরোজ আলম ।

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শতবছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার ম্যানেজিং কমিটিকে অযোগ্য ও বিতর্কিত আখ্যা দিয়ে এই কমিটি সম্পুর্ন বাতিল করণ ও মাওলানা আকতার হোসেন নামের এক শিক্ষকের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ওই মাদরাসার শতাধিক শিক্ষার্থীরা। গত বুধবার (৮ জুন) সকালে রামগতি সাংবাদিক ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন,বৃহত্তর নোয়াখালী বর্তমানে লক্ষ্মীপুর জেলার শতবছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসাটি স্থানীয় ধর্মপ্রাণ শিক্ষানুরাগী মৌলভী মোখলেছুর রহমান এটি প্রথমে মকতব আকারে প্রতিষ্ঠা করেন।পরবর্তীতে বৃহত্তর নোয়াখালীর বিখ্যাত বুজুর্গ আলেম মরহুম মাওলানা সাইদুলহক (রহঃ) বাংলাদেশ কওমী মাদ্রাসার কারিকুলামে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তি স্থাপন করেন। তখন এটির নাম করণ করা হয় জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসা।

শিশু শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদীশ টাইটেল (মাস্টার্স) পর্যন্ত পাঠদান দেওয়া হয় এখানে। স্থানীয় চরবাদাম ইউনিয়নের চরকলাকোপা গ্রামে ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয় মাদরাসাটি। প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি এলেম বিতরণ করে হাজার হাজার যুগশ্রেষ্ট আলেম, মুফতী, মুহাদ্দেস তৈরীর মধ্যদিয়ে অনন্য ভূমিকা রেখে চলেছেন জামিয়াটি। ইলমে দ্বীন চর্চার পাশাপাশি এলাকাবাসীর ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দুর প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন,ছাত্র সংখ্যার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসাটি জেলার সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে প্রশংসনীয়। এলাকাবাসীর মধ্যে এটি দোয়া কবুলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবেও সুখ্যাতি রয়েছে। কিন্তু স্থানীয় স্বার্থান্বেষী একটি মহল মাদরাসাটির সুনাম ঐতিহ্যকে বিনষ্ট করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন,কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী এই প্রতিষ্ঠানে একটি মজলিসে শুরা
(কমিটি) থাকার কথা থাকলেও কলাকোপা মাদরাসায় এই নিয়ম না মেনে কয়েকজন লোক দিয়ে একটি ম্যানেজিং কমিটি গঠন করেন। যাহা সম্পুর্ন কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের নীতিমালা পরিপন্থী।

এই মহলটি কিছু দিন পর-পর বিভিন্ন কাল্পনিক অজুহাত তুলে সোশাল মিডিয়া সহ নানা ভাবে অপপ্রচার চালিয়ে ছাত্রদের ক্ষেপিয়ে তোলেন। এই স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও শিক্ষকদের সাথে অশালীন আচরণ,অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগ করেন তারা।

বর্তমান বিতর্কিত কমিটির সদস্য মোঃ সোলায়মানের নির্দেশে ইলিয়াস ও রিয়াজ ক্লাস চলাকালীন সময়ে মাদরাসার ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের নানা হুমকি ধমকি প্রদান,ভয়ভীতি প্রদর্শন, শিক্ষকদের সাথে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কটু কথা বলা ও ছাত্রদের নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া,তাদের সিট কেটে খানা বন্ধ করা সহ মাদরাসার উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করা হয়। একই পরিবার থেকে ৫ জন লোককে ম্যানেজিং কমিটির সদস্য নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানকে পরিবারতন্ত্র
বানিয়ে তোলার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াস, রিয়াজ, সোলাইমান সহ ৫ সদস্য মাদরাসাকে নিজেদের কব্জা নিতে এমন অনৈতিক কাজ করে যাচ্ছে।
এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ছাত্ররা। তারা কোন ভাবেই শতবছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে একটি পরিবারের নিয়ন্ত্রণে নিতে দিবেনা বলে জানান। তারা বলেন কলাকোপা মাদরাসায় মূলত এখন ইলিয়াস ও রিয়াজকে নিয়েই সমস্যা। শিক্ষার্থীরা বলেন,মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী একজন বড় মাপের আলেম। তিনি আল্লামা আহমাদ শফী (রহঃ) এর বিশিষ্ট খলিফা। দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবত কলাকোপা মাদরাসায় সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন।এর আগে তিনি এই মাদরাসার নায়েবে মুহতামিমের (ভাইস প্রিন্সিপাল) দায়িত্ব পালন করেছেন।

এছাড়া মাওলানা আক্তার নামের এক অযোগ্য শিক্ষককে অব্যাহতি দিয়ে আবার তাকে স্বপদে বহাল করার তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন,অনতিবিলম্ব মাওলানা আকতার হোসেনকে স্থায়ীভাবে অপসারণ করণ ও বর্তমান বিতর্কিত- অযোগ্য কমিটি বিলুপ্তি করে কওমী মাদরাসার নীতিমালা অনুযায়ী মজলিসে শুরা গঠন করে মাদরাসা পরিচালনার দাবী জানানো হয়। তাদের এই দাবী মানা না হলে তারা ক্লাস বর্জন ও অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি দিবেন বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মোঃ ইসমাইল, সাইফুদ্দিন, আবরারুল হক,আইয়ুব আলী ও ফিরোজ আলম প্রমুখ। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা হারুনুর রশীদ বলেন,কলাকোপা মাদরাসার এই সমস্যা অনেক আগ থেকেই চলছে। আমি নতুন নিয়োগ পেয়েছি। দু-একদিনের মধ্যে ম্যানেজিং কমিটির সাথে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবীদাওয়া পূরণ করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top