রামগতিতে প্রাণনাশের হুমকি দিয়ে প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

school.jpg

রিয়াজ মাহমুদ বিনু ।।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন বাবরকে জোর পূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। উপজেল শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই প্রধান শিক্ষক।

গত ১৮ আগস্ট রবিবার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক কহিনুর বেগম, স্থানীয় বিএনপি নেতা মাকছুদুর রহমান ও নয়নের নেতৃত্বে শতাধিক লোকজন জড়ো হয়ে স্কুল কক্ষে প্রবেশ করে পদত্যাগ করতে একটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী প্রধান শিক্ষক।

অভিযোগে উল্লেখ করা হয় সেসময় ওই প্রধান শিক্ষককে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ তাকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি। পরে প্রাণ রক্ষায় একটি সাদা কাগজে পদত্যাগ করে তিনি স্কুল ত্যাগ করেন। এতে স্কুল শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার চেয়েছেন।

মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন বাবর বলেন,জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার পর আমি যাতে কোনো উচ্চবাচ্য না করি, সেজন্য আমাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সাংসদ আবদুল্লাহ আল মামুন বরাবর পদত্যাগ পত্র লিখে চলে আসি।

বড়খেরী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন বলেন, বিষয়টি খুবই লজ্জাজনক ব্যাপার। একজন শিক্ষকের সাথে এমন আচরণ কোন ভাবেই ঠিক হয়নি।

রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দিদার হোসেন জানান, এ বিষয়টি তৎক্ষনাৎ প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আমরাও ঘটনার খবর নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top