রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের জন্য দোয়া

farid-ahmed-acadamy.jpg

রামগঞ্জ প্রতিনিধি।।

বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রামগঞ্জ চাটখিল অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফরিদ অহমেদ ভূইঁয়ার অর্থায়ানে ও সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত উদয়পুর রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির ২০২২ সালে চলতি মাস থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় রামগঞ্জস্থ স্কুল মিলনায়তনে। ১৬ জুন বৃহস্পতিবার সকালে স্কুল প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও দোয়ার অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী শিক্ষক জনাব মো. ইশতিয়াক আহমেদ।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২২ এ অংশগ্ৰহণকারী পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত সভাপতি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব ফরিদ আহমেদ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ গোফরান এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক।

অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, বিজ্ঞান বিভাগের শ্রেণি শিক্ষক মো. শাহ পরান, সহকারি শিক্ষক (গণিত), ইসমাইল, প্রভাষক (ইসলাম শিক্ষা), মোঃ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক (আইসিটি), তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহকারি অধ্যাপক (ইংরেজি)।

পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাহেদ ও মরিয়ম আক্তার মুনা। পরিশেষে  পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top