নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাছের প্রজেক্ট থেকে এক রিস্কা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মারা যাওয়া রিস্কা চালক মৃগী রোগী ছিলেন, সে দীর্ঘদিন থেকে এ রোগে ভূগছিলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নে মির্জা নগরে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (৫০) নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর মমিন কোম্পানি বাড়ির মৃত শামসুল হক’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিকশা চালক জাহাঙ্গীর আলম রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মৃগী রোগে আক্রান্ত হয়ে নাটেশ্বর ইউনিয়নের মির্জা নগর গ্রামের পাটোয়ারী বাড়ি সংলগ্ন সড়কের পাশে একটি মাছের প্রজেক্টে পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।