জি.এম সিরাজ উদ দৌলা ।।
ফেনীতে শারদীয় দূর্গোৎসবের ৬ষ্ঠী পূজায় ৪শ জন অসহায়দের মাঝ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার বিকালে শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী উপহার তুলে দেন পুলিশ সুপার জাকির হাসান।
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) থোয়াই অংপ্রু মারমা, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র পাল, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজাম উদ্দিন।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনীর সাধারণ সম্পাদক ডা.বিমল চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজিব খগেশ দত্ত ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব ২০২২ উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ একটি ভালো উদ্যোগ। এই আয়োজনে সনাতন র্মালম্বীদের পাশাপাশি দুস্থ মুসলিমের মাঝেও বস্ত্র বিতরণ করা হবে। মাঝ মধ্যে কিছু দুষ্টচক্র নানা ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের ভেতরের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে চায়। কোন দুষ্টচক্র যাতে শারদীয় দূর্গোৎসবে কোন বিশৃঙ্খলা যাতে না ঘটাতে পারে সেজন্য ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।