নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ২

IMG_20201015_191440.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎপৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনা আরো অন্তত আহত হয়েছে দু’জন।নিহত ছকিনা আক্তার (২২) ২নং চরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আক্তার হোসেন’র স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন বলে জানাযায়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরবাটা গ্রামের আক্তার হোসেন’র বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ গত কয়েক দিন আগে উপজেলার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বড় বোনের বাড়িতে বেড়াতে আসে।বৃহস্পতিবার সকালে নিহতের বড় বোন আজিমা খাতুনের প্রতিবেশী ইউসুফ সরদার গাছ কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আজিমা খাতুনের ঘরের চালে পড়লে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে।

পরে রান্না করার সময় অসাবধানতাবশত ঘরের টিনের বেড়ায় হাত লেগে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বোনের বাড়িতে মারা যায় নছিমা।চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃশাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।পরবর্তী পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top