কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর ফকিরা ইউনিয়নের আদর্শনগর গ্রামের ওজি উল্যাহ ছেলে নিজাম উদ্দিন (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে গরু চুরি, দস্যুতা, চুরি ও ডাকাতিসহ ২৭ মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত দীর্ঘদিনের পলাতক দূর্ধর্ষ আন্তঃজেলা গরু চোরের সর্দার নিজাম উদ্দিন প্রকাশ গরুচোর নিজাম গ্রেফতার।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এর তত্বাবধানে এএসআই(নিঃ) চাঁন বাদশা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া দীর্ঘদিনের পলাতক জিআর ৩৭২/১৯, ধারা-৩৯৯/৪০২ পেনালকোড, জিআর ৯৭৬/২৪, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী নিজাম উদ্দিন প্রকাশ গরু চোর নিজাম (৪৭), পিতা-ওজি উল্যাহ, সাং-চর ফকিরা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করেন।
গরু চোর নিজাম-এর বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডকাতি সহ ২৭ মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।