নোয়াখালী জেলা প্রতিনিধি ।।
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ জন। এ ছাড়াও সদর উপজেলার করোনায় ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৬৮ জন, মৃত্যু-৮০ জন ও সুস্থ হয়েছেন দুই হাজার ৯৭৫ জন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ১০ জন, সূবর্ণচর ২জন, বেগমগঞ্জে ১জন ,সোনাইমুড়ীতে ১জন ,চাটখিল ১জন ,সেনবাগ ৩জন, কোম্পানীগঞ্জ ১২ জন, কবিরহাট ৬ জন। ।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২২ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার ৩২৪ জন।