দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নোয়াখালী সিমান্ত এলাকা সোনাগাজীর বিস্তীর্ণ চরে

SOLAR-1.jpg

নোয়াখালী ও ফেনী প্রতিনিধি ।।

দেশের সবচেয়ে বড় সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীর বিস্তীর্ণ চরে। প্রকল্পটির কাজ শেষে চালু হলে ন্যাশনাল গ্রিডে যোগ হওয়ার কথা রয়েছে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ এর প্রকল্পটির কাজ প্রায় শেষের দিকে।

চলছে প্যানেল বসানোর কাজ। চলতি বছরের ডিসেম্বরেই প্রকল্পটি উৎপাদনে যাওয়ার আশা করছে সংশ্লিষ্টরা। এ ছাড়া প্রকল্প এলাকায় আরও ২০০ মেগাওয়াটের দুটি সৌরবিদ্যুৎ প্রকল্প করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে সোনাগাজী হবে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ হাব। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।এই এলাকাটি একটা সময় ছিল বিস্তীর্ণ চরাঞ্চল, সবুজ ঘাসের ওপর চরে বেড়াতো গবাদিপশু, বাঁকা নদী সোজাকরণের পর জেগে ওঠা সেই অনাবাদি পতিত জমিগুলোকে কাজে লাগিয়ে ফেনীর সোনাগাজীর চরাঞ্চলে নির্মাণাধীন প্রকল্পটি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অপার সম্ভাবনার কথা বলছে।

সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির নিঃশেষ হয়ে যাওয়ার ধরন ও তাদের ক্রমবর্ধমান খরচ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে তীব্রতর করেছে, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও কার্বনডাইঅক্সাইড নিঃসরণ হ্রাস করার অন্যতম উপায়। বিষয়টি মাথায় নিয়ে সরকার দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করছে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পূর্ব উত্তর এলাকার ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নের ২৮৫ একর জমিতে নেওয়া হয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প। সরকারের উদ্যোগে সবচেয়ে বড় এ প্রকল্পটি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রকল্পের বিভিন্ন পর্যায়ে কাজের সুযোগ পেয়েছে স্থানীয়দের অনেকে। স্থানীয় বাসিন্দা আজিম রুবেল জানান, বাঁকা নদী সোজাকরণের ফলে এ বিশাল চর জেগে ওঠে। একসময় এ চরে কিছুই ছিল না। নোনা পানি আসায় ফসলও তেমনটা হতো না। এখন এখানে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে।তিনি আরও বলেন, এক সময় টুকটাক মাছ ধরেখেতেন। সংসার ঠিকমত চলতো না। এখন সৌরবিদ্যুৎ প্রকল্পে চাকরি করে সংসার বেশ ভালোই চলে।

সোনাগাজীর সমুদ্র উপকূলে ২০২১ সালে শুরু হয় বৃহত্তম এ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ । যাহা বাস্তবায়ন করছে একটি চায়না কোম্পানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top