কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম কোম্ানীগঞ্জের দক্ষিণ রামপুরের ১৫ নং স্লুইস গেইট সংলগ্ন শেখ মজিবুল হক মসজিদের জন্য দুই বান্ডিল ঢেউটিন দিয়েছেন । শনিবার (১১ জুলাই) বিকেলে সমাজসেবক ফখরুল ইসলামের পক্ষে এ টিন হস্তান্তরের সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই ও অন্যান্য সদস্যরা ছাড়াও রামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী একরামুল হক, কোম্পানীগঞ্জ মডার্ণ হাসপাতালের পরিচালক রহমত উল্যাহ দীদার, মেট্টো গ্রুপের স্টাফ আজগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; দেশের আবাসন শিল্পের অন্যতম প্রতিষ্ঠান মেট্রো হোমস লিমিটেড এর চেয়ারম্যান ফখরুল ইসলাম করোনাকালীন সময়েও লকডাউনে বিপর্যস্ত কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় চার হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়া রামপুর, মুছাপুর ও চরএলাহী মাদ্রাসার উন্নয়নে নগদ টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছেন।