চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো বেগমগঞ্জ মডেল থানা

02-1.jpg

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।

সাজা পরোয়ানা তামিলের ক্যাটাগরীতে বেগমগঞ্জ থানার ইনচার্জ অফিসার মুহাম্মদ হারুন অর রশীদের কর্মদক্ষতায় চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ থানার সম্মাননা অর্জন করেছে বেগমগঞ্জ মডেল থানা৷ বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে মার্চ- জুন মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, চিহ্নিত তালিকাভূক্ত ও পেশাদার অপরাধী গ্রেফতার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কর্ম মূল্যায়নে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে ছয় ক্যাটাগরিতে নোয়াখালী জেলা শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করে।

ক্যাটাগরির মধ্যে চলতি বছরের মে মাসে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসাবে চরজব্বর থানার এসআই মােঃ সালাউদ্দিন, জুন মাসে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসাবে বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) বিপ্লব বড়ুয়া, মার্চ-জুন মাসে শ্রেষ্ঠ সাজা পরােয়ানা তামিলকারী অফিসার হিসাবে বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) আব্দুল জাহের, মার্চ-জুন মাসে সাজা পরােয়ানা তামিলে শ্রেষ্ঠ জেলা হিসাবে নােয়াখালী এবং কোভিড-১৯ মহামারীতে বিশেষ অবদানের জন্য পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব এস এম কামরুল হাসান পিপিএম নির্বাচিত হয়েছেন।

রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গােলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন খাতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন প্রদান করেন।

নােয়াখালী জেলার পুলিশ সুুপার মােঃ আলমগীর হােসেন ও সংশ্লিষ্ট অফিসারগণ পুরস্কার গ্রহণ করেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মােঃ ইকবাল হােসেন পিপিএমসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘নোয়াখালি জেলা পুলিশের প্রত্যেকটি ইউনিট অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মধ্যদিয়ে আমরা পুলিশ বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি। পুরস্কারের চেয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমাদের বড় অর্জন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top