ইমাম হোসেন খাঁন (কোম্পানীগঞ্জ) ।।
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হইতে বৈশাখী র্যালি শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া,বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন,বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো: কামাল পারভেজ,উপজেলা শিক্ষা অফিসার এ টি এম এহছানুল হক চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন ,উপজেলা সমাজসেবা অফিসার মো: মাঈন উদ্দিন প্রমূখ।