আজ জাসদের পার্লামেন্টরী বোর্ডের সভা,শেষদিনসহ জাসদের দলীয় মোট ৩৯১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

N5.jpg

নগর প্রতিবেদক ।।

আজ ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারী বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন বোর্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি।

উল্লেখ্য, গত ১৮-২১ নভেম্বর চারদিনব্যাপী জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদন ফর্ম বিক্রি করা হয়। চারদিনে স্বশরীরে ও অনলাইনে জাসদের দলীয় ৩৯১ জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেন।

শেষদিনে আরো যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন: নোয়খালী-৫ মোহাম্মদ মকছুদের রহমান মানিক, মৌলভীবাজার-২ নিহার বেগম,  টাঙ্গাইল-৬ এস এম আবু মোস্তফা, মুন্সিগঞ্জ-১ এড. নাসিরুজ্জামান, বরিশাল-৫ একে এম মনিরুল আলম, রাজশাহী-২ মো: আমিরুর কবির, দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, গোলালগঞ্জ-১ মো: কায়েকুজ্জামান, গোলালগঞ্জ-২ শেখ মাসুদার রহমান, মাদারীপুর-২ সালাইউদ্দিন খান, সুনামগঞ্জ-৫, আলাউদ্দিন মুক্তা, নোয়াখালী-৪ এস এম রহিম উল্যাহ, চুয়াডাঙ্গা-২, আকসিজুল ইসলাম রতন, পাবনা-৫ আলহাজ্ব আফজাল হোসেন রাজা, চট্রগ্রাম-৮ শ্যামল বিশ্বাস। নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, সিলেট-৬ লোকমান আহমেদ, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ বীরমুক্তিযোদ্ধা সবেদ আলী, মৌলভীবাজার-১ এ এম মোনায়েম মনু, লালমনিরহাট-১ ডাক্তার হাবিব মোঃ ফারুক, নড়াইল-২ সাইফুজ্জামান বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ বীরমুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল হামিদ রুনু, বগুড়া-৬ এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া-৩ মোঃ নজরুল ইসলাম, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুদ, নওগাঁ-১ বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ শাহজাহান, নওগাঁ-২ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩ বীরমুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, নওগাঁ-৪ এড. মোঃ রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ এড. মোঃ জাহাঙ্গীর হোসেন বুলবুল, সুনামগঞ্জ-১ এ কে এম ওহীদুল ইসলাম কবীর, ময়মনসিংহ-৯ এড. গিয়াসউদ্দিন, ময়মনসিংহ-১১ এড. সাদিক হোসেন, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ এড. নজরুল ইসলাম চুন্নু, ঢাকা-১৬ মোঃ নুরুন্নবী, ঢাকা-৭ হাজী ইদ্রিস বেপারী, কিশোরগঞ্জ-৬ রফিকুল ইসলাম রাজা, টাঙ্গাইল-৮ মোঃ রফিকুল ইসলাম, হবিগঞ্জ-১ মোঃ আব্দুল মান্নান, রংপুর-৩ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ মোঃ শাহজাহান, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া, টাঙ্গাইল-৬ সৈয়দ নাভেদ হোসেন, বরিশাল-৩ কাজী সিদ্দিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ মোঃ আবদুর রহমান খান ওমর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top