বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।
নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং মোড়কজাত বিধি অমান্য করায় দুইটি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার(২৬শে আগষ্ট) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে নিয়মত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ বাজার ও নাহারমঞ্জিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য উৎপাদন করায় বেস্ট ওয়ান ফুডকে ২০হাজার টাকা এবং মোড়কজাত বিধি অমান্য ও অস্বাস্থ্যকর পরিবেশে দধি ও মিষ্টি তৈরী করায় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারকে ১০হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ৩০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ও ৪৩ ধারায় দুইটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।