কোম্পানীগঞ্জে নদী ভাঙনের মুখে থাকা বিদ্যালয় পরিদর্শনে গেলেন নবাগত উপজেলা নির্বাহী জনাব জিয়াউল হক মীর।
বুরহান উদ্দিন মুজাক্কির ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদী ভাঙনের মুখে থাকা বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রথম কর্মদিবস অতিবাহিত করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। রোববার (৯ আগস্ট) ইউএনও জিয়াউল হক মীর কোম্পানীগঞ্জে যোগদান করার পর সোমবার (১০ আগস্ট) প্রথম কর্মদিবসে নদী ভাঙনের ঝুঁকিতে থাকার খবর পেয়ে চরলেংটা প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ ও ৮নং চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিদ্যালয়টিকে সম্ভাব্য স্থানে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ পূর্বক সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন নবাগত ইউএনও। এসময় স্কুল সরানোর জন্য চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
প্রসঙ্গত, বামনীয়া নদীর ভাঙনের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনে চরএলাহীর চরলেংটা ক্লোজারঘাটে বেশ কিছু ঘরবাড়ি, স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরলেংটা প্রাথমিক বিদ্যালয়টিও ভাঙনের মুখে পড়েছে।