হাতিয়ায় দূর্গা পূজায় ৩দিনের ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

hatiya.jpg

নোয়াখালী প্রতিনিধি।।

“যতমত তত পথ হিন্দু স্বার্থে একমত” এ স্লোগানকে সামনে রেখে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় তিনদিনের সরকারী ছুটির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হাতিয়া শাখার যুব ও ছাত্র মহাজোট।।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট হাতিয়া শাখার সভাপতি ডা.ছোটন দাস, সহ সভাপতি জুয়েল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাসুদেব দাস প্রমূখ।

আয়োজকেরা জানান, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দুঃখের বিষয় পূজায় ৫দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারী ভাবে ১দিনের ছুটি থাকায় পরিবার পরিজনের সাথে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব হয়না। হিন্দু সম্প্রদায়ের তিনদিনের ছুটির দাবিটি আসন্ন দূর্গাপূজার আগেই প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে ঘোষণা করবনে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top