সেনবাাগ (নোয়াখালী) প্রতিনিধি ।।
সেনবাগ পূর্ব বাজারে ব্রীজটি যেন ব্রীজতো নয় একটি মরণ ফাঁদ। ১৯৯৫-৯৬ সালে নির্মিত নোয়াখালীর সেনবাগ পূর্ব বাজার খালের উপর ব্রীজটি। বর্তমানে ব্রীজের যে ভয়াবহ অবস্হা তাতে যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে এ ব্রীজটি।
ব্রীজের ওপর লোহাে পাঠাতন দিয়ে কোন রকম যানবাহন চলছে।সেনবাগের পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হল এ ব্রীজটি। ভারী ট্রাক বোঝাই রড, সিমেন্ট, ইট, বালু প্রতিনিয়ত চলাচলের কারণে এ ব্রীজটি দ্রুত অকেজো হয়ে পড়ে বলে জানা যায়। জনস্বার্থে প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর জোর দাবি বড় কোন দুর্ঘটনা ও প্রাণহানি ঘটার আগেই যেন এ ব্রীজটি নতুন করে নির্মাণ করা হয়।