কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগে’র বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের কৃতি সন্তান সীমান্ত মজুমদার তার বাড়ীর বিভিন্ন স্থানে গাছ রোপণ করে গত শুক্রবার এই কর্মসূচীতে অংশ গ্রহণ করে।
উল্লেখ্য ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় সারাদেশে ছাত্রলীগের তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর বাস্তবায়নে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচী নেয় । তারেই অংশ হিসেবে লকডাউনে ছুটিতে আসা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা সীমান্ত মজুমদার এই কর্মসূচী পালন করে।
সীমান্ত মজুমদার কোম্পানীীগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও বামনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিমল মজুমদারের বড় ছেলে।