ফেনী প্রতিনিধি
ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাবেক ভিডিও সাংবাদিক ফেনী সদর উপজেলার গোবিন্দপুর নিবাসী মোহাম্মদ ইলিয়াছ খাঁন রবিবার (৫ জুলাই) রাত ১টার দিকে বুকে ব্যথা উঠে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইলাহি রাজিউন)।
সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ খাঁনের মৃত্যুতে এক শোকবার্তায় ফেনী প্রেসক্লাব সভাপতি দিলদার হোসেন স্বপন ও সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বিটিভির সাবেক জেলা প্রতিনিধি বর্তমান চ্যানেল 24 জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাব সভাপতি দিলদার হোসেন স্বপন ভাইয়ের সাথে মোহাম্মদ ইলিয়াছ খাঁন বিটিভির ভিডিও সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।