বুরহান উদ্দিন মুজাক্কির।।
করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে আবারো দাঁড়ালেন বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী নাজমুল হক নাজিম। নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম এর আগেও তিনিও কোম্পানীগঞ্জ গণমানুষের পাশে দাঁড়িছেন একাধীকবার । নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের ৫০০ অস্বচ্ছল ও হতদরিদ্রের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
সদ্য করোনা মুক্ত হয়ে নতুন জীবনের উপলব্দি নিয়ে ছুটে যান আপন মানুষদের কাছে। নিত্য প্রয়োজনীয় উপহার নিয়ে পাশে দাঁড়ালেন নিজ গ্রাম ও ইউনিয়নের মানুষের পাশে। শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
ত্রাণ বিতরণের সময় নোয়াখালী জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম বলেন, আমি মৃত্যুর মুখ ফিরে এসেছি আপনাদের দোয়ায়। আমাদের এলাকায় কারো করোনা হলে দয়া করে আমাকে বা আমাদের নেতা কোম্পানীগঞ্জের মানবিক নেতৃত্ব মেয়র মহোদয়কে জানাবেন। আমরা করোনা রোগীর দায়িত্ব নিবো।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, উপজেল আ’লীগের সদস্য জহির উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।