লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌ চলাচল শুরু

Vola.jpg

ভোলা প্রতিনিধি ।।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। ফেরিঘাটের ম্যানেজার আতিকুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দুই দিন ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পারে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। দুই-এক দিনের মধ্যে সব পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি। একই কথা জানিয়েছেন ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার।

গত বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে এই রুটে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। তাতে মজুচৌধুরীরহাট ঘাটে কয়েক শ যাত্রী আটক পড়ে চরম দুর্ভোগে পড়তে হয়।

ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এই রুটে যাত্রীদের ভিড় থাকে। এ ছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চে কয়েক শ পণ্যবাহী গাড়ি ও হাজারো মানুষ যাতায়াত করে। লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে পাঁচটি ফেরি এবং বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে দুটি লঞ্চ বরিশাল এবং বাকি ৯টি ভোলা রুটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top