লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবক আটক

ramgoti-thana.jpg

লক্ষ্মীপুর প্রতিনিধি:।।

লক্ষ্মীপুরের রামগতিতে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ইমনকে (২১) আটক করেছে পুলিশ। ২২ মার্চ, শনিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী পরিবারসূত্রে জানা গেছে, ইমন উপজেলার চরগাজী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মো. সিরাজের ছেলে। গত কয়েক মাস ধরে ইমন ওই এলাকার ১০ম শ্রেণীর ছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। তাকে কুপ্রস্তাবের পাশাপাশি শারীরিক হেনস্তা ও ইভটিজিং করে। তার এমন উত্যক্তের প্রতিবাদ করলে ভয় ভীতি দেওয়ার পাশাপাশি মা-মেয়েকে মারতে আসে সে। নিরুপায় হয়ে থানায় অভিযোগ দেন তারা। এদিকে ইমন ও তার ভাই সাইফুল ইসলাম এলাকায় সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

ভুক্তভোগি ছাত্রীর মা বলেন, তার মেয়েকে ইমন সবসময় ইভটিজিং করে আসছে। তারা ইমনের অসামাজিক কর্মকান্ডে অসহায়। সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকেন। একজন অসহায় মা হিসেবে মেয়ের সম্মান রক্ষায় প্রশাসনের কাছে বিচার চান।

জানা যায়, এর আগে ইমনের বাবা সিরাজও এক প্রতিবন্ধী নারীর সাথে অনৈতিক কাজে ধরা পড়ে জনতার তোপের মুখে তাকে বিবাহ করেন। কিছুদিন আগেও ইমনের ভাই সাইফুল আরেক গৃহবধূর সাথে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন। সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে তারা এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান- ইমন, তার বাবা সিরাজ ও ভাই সাইফুল বিভিন্ন নারীদের সাথে এমন কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন থেকে। এসব অনৈতিক কর্মকান্ড নিয়ে ওই এলাকায় তারা বেশ সমালোচিত।

তার ভাই সাইফুল ইসলাম বলেন, আপনারা নিউজ করে কি করবেন? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা লেখেন- কোন সমস্যা নেই।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top