লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

Grafter-L.jpg

রিয়াজ মাহমুদ বিনু (লক্ষ্মীপুর প্রতিনিধি) ।।

লক্ষ্মীপুরের কমলনগরে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক হেমায়েতুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ২০ জুলাই বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরফলকন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার শাওন ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার চরফলকন এলাকার বাসিন্দা নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে হেমায়েতুল ইসলাম শাওন নামে এক প্রতিবেশীর প্রেমের সম্পর্ক চলছিল। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাতে শাওন ছাত্রীটির সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। একপর্যায়ে সে ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে।

এ ঘটনায় ছাত্রীটির মা রাতেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান নোয়াখালী মেইলকে জানান, গ্রেপ্তার শাওনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার ছাত্রীটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top