লক্ষ্মীপুরে সচেতন চালকদের ফুলেল শুভেচ্ছা দিলো লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাফিক বিভাগ

Ramgoti-TT.jpg

রিয়াজ মাহমুদ বিনু ।।

ট্রাফিক আইন মেনে চলুন; হেলমেট পড়ুন, নিজের মূল্যবান জীবন রক্ষা করুন, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে ট্রাফিক জনসচেতনতামূলক কর্মসূচি। ২৭ নভেম্বর (রোববার) সন্ধ্যায় স্থানীয় আলেকজান্ডার বাজারের একাধিক স্থানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড.মাহফুজ্জামান আশরাফ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল-রামগতি কমলনগর) সাইফুল ইসলাম, জেলা টিআই (প্রশাসন-লক্ষ্মীপুর) প্রবীর কুমার দাস, রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল)সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা পুলিশ সুপার ড. মাহফুজ্জামান আশরাফ বাইকসহ বিভিন্ন যানবাহন চালকদের হেলমেট পরা, সিটবেল্ট বাঁধা এবং ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়ে বিভিন্ন পরামর্শ দেন। এ সময় তিনি সচেতন চালকদের ফুল দিয়েও শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top