লক্ষ্মীপুরে জাল টাকাসহ গ্রেফতারকৃত হুমায়ুন কবির-এর ১৪ বছরের কারাদন্ড

Lakshmipur-Pic-2-scaled.jpg

Exif_JPEG_420

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুরের কমলনগরে ঔষধ কিনতে গিয়ে জাল টাকাসহ মো. হুমায়ুন কবির (৫২) নামে গ্রেফতারকৃত এক ব্যক্তিকে ১৪ বছরের স্বশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের স্বশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। সোমবার (৩০মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ আর্দেশ দেন।

দন্ডপ্রাপ্ত হুমায়ুন কবির কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরকাদিরা গ্রামের মৃত ছৈয়দ আহম্মদের ছেলে। রায়ের সময় আদালতেই উপস্থিত ছিলেন তিনি। মামলার এজহার সূত্রে জানান যায়, ২০১৪ সালের ১৪ জুলাই রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামের ফজুমিয়ারহাট মধ্যবাজারে (হাওলাদার মেডিকেল হল) একটি ফার্মেসী দোকানে সাড়ে ৫ হাজার টাকা নিয়ে ঔষধ কিনতে যান মো. হুমায়ুন কবির। এসময় ১৩০ টাকার ঔষধ ক্রয় করে দোকানদারকে (রাসেল) ১ হাজার টাকার নোট দেন তিনি। ১ হাজার টাকার নোটটি সন্দেহ হলে দোকানদার নোটটি পরিবর্তন করে দিতে বলে। হুমায়ুন নোটটি পরিবর্তন করে আরেকটি ১ হাজার টাকার নোট দেয়। দু’টি ১ হাজার টাকার
নোটের সিরিয়াল নাম্বার একই হওয়ায় দোকানদার রাসেলের সন্দেহ হয়। এক পর্যায়ে বাজারের লোকজন অভিযুক্ত হুমায়ুনকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাজারের লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। এসময় তার (হুমায়ুনের) দেহ তল্লাশী করে আরো তিনটি ১ হাজার টাকার নোট ও একটি ৫০০ টাকার নোট উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন যাবত জাল টাকা দিয়ে বিভিন্ন দোকান থেকে প্রতারণার মাধ্যমে মালামাল ক্রয় করেন বলে উপস্থিত লোকজনের সামনেই হুমায়ুন কবির স্বীকার করেন।

পরে আটক হুমায়ুন কবির কে কমলনগর থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়। এঘটনায় পরের দিন (১৫জুলাই ২০২১) পুলিশের উপ-পরিদর্শক মো. আমির হোসেন বাদী হয়ে কমলনগর থানার আটক হুমায়ুন কবিরকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার
দেখানো হয়। এ মামলায় গত ৮ সেপ্টেম্বর ২১ইং তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে স্বাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী দোষী প্রমাণীত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

এদিকে একই আদালতে পৃথক আরেক মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে মো. আনোয়ার হোসেন সুমন প্রকাশ টাইগার সুমনকে (৩৫) মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে ৭ বছরের স্বশ্রম কারাদন্ডাদেশ দেন বিচরাক রহিবুল ইসলাম। এসময় আরো ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের স্বশ্রম কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত টাইগার সুমন লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মো. শাহ আলম প্রকাশ নান্টু মিয়ার ছেলে। ২০১৮ইং সালের ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর বাজারস্থ হারুনের দোকানের সামনে থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ টাইগার সুমনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। (যাহার বাজার মূল্য ১৫হাজার ৬০০ টাকা।) এঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ পাহলান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশের তদন্তপ্রতিবেদন ও স্বাক্ষী প্রমানের ভিত্তিতে আদালত এ রায় দেন।

আদালতের রায়ের বিষয় নিশ্চিত করে লক্ষ্মীপুর আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, রায়ের সময় পৃথক দুটি মামলার দুই জন আসামীই আদালতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top