লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের। ফাইল ছবি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধ ।।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবু তাহের করোনাভাইরাসে আক্রান্ত । তিনি বর্তমানে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেয়রের মেঝো ছেলে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরে আরও ১৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১৮৫ জনে দাঁড়াল।
এ ছাড়া দুজন ইউপি চেয়ারম্যানসহ জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭ জন।