রামগতিতে যুবলীগ নেেতা তাসবিরুল হক অনু পক্ষ থেকে ডাক্তার ও নার্সদের জন্য জীবাণূ প্রতিরোধ উপকরণ বিতরণ

Ramgati-News-pic-tasbirul-houqe-onu-ppe-gift-doc.-31.07.2020.jpg

রিয়াজ মাহমুদ বিনু-রামগতি (প্রতিনিধি) লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালে কর্মরত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু। শুক্রবার (৩১ জুলাই) সকালে স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিনের কার্যালয়ে তার হাতে এ সকল সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার সাজেদা আক্তার স্বর্ণা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: রাহিদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ মো: রাকিব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ফরিদ পাটওয়ারী, সাধারন সম্পাদক আবুল খায়ের শামীম, আ স ম আবদুর রব সরকারী কলেজ ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির প্রমূখ।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল এন ৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস, এপ্রোণ, পিপিই স্যুট, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণূ প্রতিরোধী চশমা। উল্লেখ্য, বৈশি^ক মহামারী করোনা সংকটে লকডাউনকালীন সময়ে রামগতি কমলনগর উপজেলার কয়েক হাজার কর্মহীন মানুষের মাঝে আর্থিক, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে তাদের পাশে দাঁড়ান ছাত্রলীগ থেকে বর্তমান যুবলীগ নেতা তাসবিরুল হক অনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top