প্রতীকী ফটো।
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির গায়ে হাফহাতা শার্ট এবং পরনে গ্যাবাডিং কাপড়ের প্যান্ট ছিল।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে- মরদেহটি ৪-৫দিন পানিতে থাকার কারণে হাতসহ শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে এবং মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে।
তিনি বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।