যুগোপযোগী শিক্ষা ছাড়া আগামী প্রজন্ম কে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় : পিএসসি চেয়ারম্যান

PSC.jpg

চাটখিল প্রতিনিধি ।।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন বলেছেন, যুগোপযোগী শিক্ষা ছাড়া আগামী প্রজন্মকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের কে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, আগামী প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে সুশিক্ষায় ও আর্দশবান মানুষ হিসেবে গড়ে হতে হবে। ২১ মে শনিবার বিকেলে নোয়াখালীর চাটখিলের সোমপাড়া কলেজের রজত জয়ন্তী উৎসব ও পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি সোমপাড়া কলেজ যারা প্রতিষ্ঠিত করে এলাকা কে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত রজতজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ কায়কোবাদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এবিএম সাইদ হোসাইন, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মোতাছেম বিল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন।

এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল পৌর সভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, কলেজ পরিচালনা কমিটির সদস্য শামিমা আক্তার মেরী, হুমায়ন কবির মিঠু প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top