মাদকসেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রবাসীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা

Capture.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় এক প্রবাসী গুরুতর আহত। থানায় অভিযোগ দায়ের। মাদকসেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৯অক্টোবর সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের মদিনা বাজারে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, মুছাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের তবারক আলী বাড়ীর প্রবাসী আব্দুল করিম শিপনের বাসার সামনে প্রতিদিন সংঘবদ্ধ মাদকসেবনকারীরা মাদকের আসর বসায়। প্রবাসী শিপন সহ এলাকার মাদক বিরোধী কিছু লোক এর প্রতিবাদ করে। এসময় সংঘবদ্ধ মাদকসেবনকারীরা প্রতিবাদকারীদের কিছু করতে না পেরে পরবর্তীতে আব্দুল করিম শিপনকে মদিনা বাজার এলাকায় একা পেয়ে সংঘবদ্ধ মাদকসেবনকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরে প্রবাসী শিপনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অশংকাজনক হওয়ায়, নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে।

এব্যাপারে প্রবাসীর ছোট ভাই মোঃ কচি বাদী হয়ে আনোয়ার হোসেন ওরফে পিচ্ছি মাসুদ (৩২), দেলোয়ার হোসেন (৩০), বেলায়েত হোসেন (২৮), জুয়েল (২৬), রাফি (২২), আবুল খায়ের (৫০) ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। আনোয়ার হোসেন ওরফে পিচ্ছি মাসুদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানাসহ আশপাশের থানায় একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।

এদিকে সংঘবদ্ধ মাদকসেবনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ায় প্রবাসীর পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top