কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীতে ভরা মৌসুমে নদীর পাড় ভাঙছে বেয়াড়া স্রোতে। বিলীন হচ্ছে চাষের জমি, গাছপালা, স্কুল, মসজিদ, ঘর-বাড়ি, মৎস ঘের, জমির পর জমি। সরেজমিনে নদী ভাঙনের এই দৃশ্য দেখে যে কারো চোখের পানি চলে আসবে। প্রতিদিন ভূমিহীন হচ্ছেন মানুষ। শেষ সম্বল হারিয়ে দিশেহারা স্বল্প আয়ের মানুষগুলো।
ছোট ফেনী নদীর ভাঙনের ফলে ঘরবাড়ী বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই এখানে সারা বছর অনেকে শুধু নিজের ঘর সরানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে। আবার কেউ কেউ কোথায় গিয়ে আশ্রয় নেবেন সেই চিন্তায় মগ্ন থাকেন।
হতো-দরিদ্র মানুষ গুলো তাদের মাথাগোঁজার একমাত্র সম্বল এই ঘর-বাড়ী হারিয়ে নিঃস্ব হচ্ছে প্রতিনিয়ত।