নোয়াখালী প্রতিনিধি ।।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুরের সোনাপুর নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ হোটেল মালিক সমিতির সভাপতি ঢকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী হাজী ওসমান গনি।
হাজী ওসমান গনি ঢাকার পুরানা পল্টনের বিখ্যাত ক্যাফে নোয়াখালী হোটেল, পুরাতন ঢাকার আমানিয়া হোটেল,ক্যাফে নোয়াখালী,নিউ নোয়াখালী,পীর ইয়ামেনী হোটেল, আমানিয়া বেকারি, বায়িং হাউসসহ অনেক স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও পরিচালক। তাছাড়া তিনি নোয়াখালী ও ঢাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত থেকে মানবসেবা করে যাচ্ছেন।
ঢকাস্থ বৃহত্তর নোয়াখালী কমিউনিটির প্রিয়জন অতিপরিচিত মানুষ তিনি হাজী ওসমান গনি হজ্ব ও ওমরা করেছেন বহুবার। তিনি শত ব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ।
হাজী ওসমান গনিকে কতোটা ভালোবাসেন এলাকার সর্বস্তরেরর মানুষ তারই স্বাক্ষর রাখলেন সোনাপুর নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও অভিভাবক প্রতিনিধিরা। হে প্রিয় শিক্ষানুরাগী শরীফপুরবাসীর পক্ষ থেকে আপনার এই জয়ে আমাদের পুষ্পিত অভিনন্দন জানাচ্ছি।