সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি ।।
নোয়াখালীর সেনবাগে বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. রাকিব (২০) নামে এক কলেজ ছাত্র। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সেনবাগ পৌরসভার ২নং ওয়ার্ডের অর্জুনতলা গ্রামের পাঞ্চায়েত বাড়িতে এই ঘটনা ঘটে। রাকিব ওই গ্রামের মো.ফখরুল’র ছেলে । সে চলতি বছরে একই উপজেলার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে রাকিব পরিবারের কাছে খরচের টাকা চেয়েছিল। টাকা না পেয়ে একপর্যায়ে দুপুরের দিকে পরিবারের সকলের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।