কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি ।।
অপরিকল্পিত বাঁধ কাটায় নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে ১৫০টি ঘর বাড়ি বিলীন। উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি একরাম এসব আশ্রয়হীন মানুষদের সহযোগিতার আশ্বাস দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের মাঝে বয়ে যায় নোয়াখালী খাল চলতি বছর সরকার সেনাবাহিনীর সহযোগিতায় খাল সংস্কার করেন, পানির গতি কমানোর জন্য ধানশালিক ইউনিয়ন রিক্সা ওয়ালার দোকান খালের মাঝে বাঁধ নির্মাণ করে, কিছু দিন পূর্বে সুইজগেট খোলার আগে স্থানীয় লোক বাঁধখুলে দেয়, পানির প্রবাহে অতিরিক্ত গতি থাকায়, রিকশা ওয়ালা ও গনুর দোকানের পাশ্বে ১৫০ বাড়ি ও ১০০ একর ফসলি জমি বিলীন হয়ে যায়।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি একরাম উপজেলা এসি ল্যান্ড মীর রাশেদুর জামান রাশেদ ও স্থানীয় চেয়ারম্যান ইয়াকুব নবী, নদীর পাড়ে অসহায় মানুষের কথা শুনেন, ব্রীজ ও খালের পাড়ের কাজ পরিদর্শন করেন।
উপজেলা চেয়ারম্যান সেখানে সশরীরে উপস্থিত হয়ে আশ্রয়হীন অসহায় মানুষের কথা শুনেন, এবং বলেন, ঘর ও ভুমিহীন মানুষদের আমি সব ধরনের সহযোগিতা করব।